অনাগত সন্তানকে খোলা চিঠি শুভশ্রীর
নিজের অনাগত সন্তানের উদ্দেশে খোলা চিঠি লিখলেন টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের উপর দিয়ে আমফান ত্রাস বয়ে যাওয়ার পর সমস্ত রাজ্য তখন বিধ্বস্ত। একদিকে গৃহহীন, সম্বলহীন লক্ষ লক্ষ গ্রামবাংলার মানুষ, অন্যদিকে সম্পূর্ণ ধসে যাওয়া কলকাতায় বিদ্যুৎহীন, জলহীন নাগরিকসমাজ, আমফানের ছোবল থেকে রেহাই পাননি কেউই।
এই পরিস্থিতি দেখে অশান্ত হয়ে পড়েছেন শুভশ্রী, মনের কথা ভাগ করে নিয়েছেন অনাগত সন্তানের সঙ্গে। এই ধ্বংসস্তূপ দেখে বিষণ্ণতা গ্রাস করছে তাঁকে। গর্ভের সন্তানকে তিনি শুনিয়েছেন আমফানের প্রবল ঝড়ে উপড়ে যাওয়া কলকাতার সবুজের কথা, আমফানে ঘর হারানো হতভাগ্য মানুষদের কথা।
বাংলা কবিতা >> মা আমার মাগো । আশিকুজ্জামান জুয়েল
ছত্রে ছত্রে ফুটে উঠেছে শুভশ্রীর অসহায়ত্ব, পারিপার্শ্বিককে নিয়ন্ত্রণ করতে না পারার অক্ষমতা। প্রকৃতিকে বঞ্চিত করে মানুষের স্বার্থপরতার কথাও সন্তানকে শুনিয়েছেন তিনি।
সম্প্রতি দেশজোড়া করোনা ভাইরাস সংক্রমণের জেরে বন্ধ যাবতীয় কর্মকাণ্ড। কাজ বন্ধ করে ঘরবন্দি টলিপাড়াও। তার মধ্যেই শুভশ্রীর সন্তান সম্ভাবনার খবর দিয়েছেন তাঁর স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী। লকডাউনের অতি সাবধানতা সত্ত্বেও তাঁদের আবাসনে হানা দিয়েছে করোনা। স্বাভাবিকভাবেই টেনশনে রাজ-শুভশ্রী। আর এবার আমফানের ভয়াবহতা গ্রাস করেছে তাঁদের। মন শান্ত করতে চেয়েও পেরে উঠছেন না শুভশ্রী। সমস্ত ক্ষোভ, অশান্তি উজাড় করে দিয়েছেন নিজের অনাগত সন্তানের কাছেই।
তবে সব শেষে আশার কথাও রয়েছে শুভশ্রীর লেখায়। যাবতীয় ঝড়ঝাপটা কাটিয়ে উঠে ফের ঘুরে দাঁড়াবে বাংলা, এই আশ্বাসবাণীও তিনি শুনিয়েছেন নিজের সন্তানকে। সেই দিনের অপেক্ষায় শুভশ্রীর সঙ্গে আমরা সবাই!
New Gadgets
No comments